স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলা পরিষদের অফিস সহায়ক সাদ্দাম হোসেন (২৬)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হবিবপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। বুধবার সন্ধ্যার কিছু আগে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষ থেকে সাদ্দাম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানাযায়, সাদ্দাম হোসেন জানালার গ্রিলের সাথে গলায় মাপলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের অফিস সহায়ক সাদ্দাম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।