স্টাফ রিপোর্টার ::
বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে ‘খান ব্রিকস’-এর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার দায়ে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর গ্রামের ‘খান ব্রিকস’ এর মালিক শহরের ষোলঘর এলাকার বাসিন্দা আকবর খানের ছেলে আব্দুল্লাহ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় হাওরের বেড়িবাঁধ কেটে মাটি ও বালু উত্তোলন করছিলেন শহরের ষোলঘর এলাকার আকবর খানের পুত্র আব্দুল্লাহ খান।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।