স্টাফ রিপোর্টার ::
ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শামছুল হকের ছেলে বুরহান উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।