শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সোনালী ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যাংক কর্মকর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য মঙ্গলবার সকাল থেকে ব্যাংকটির অর্থিক লেনদেন সীমিত পরিসরে চালু রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংক শাখায় ৭ কর্মকর্তা কর্মরত আছেন। গত সপ্তাহে দুই কর্মকর্তা জ্বরে আক্রান্ত হলে তাদেরকে টেস্ট করানোর পর ফলাফল পজেটিভ আসে। তখন ওই দুই কর্মকর্তা ছুটিতে যান। এ সপ্তাহের শুরুর দিকে আরও তিন কর্মকর্তা জ্বরে আক্রান্ত হন। টেস্ট করানোর পর ফলাফল পজেটিভ আসায় তাদেরকে ছুটিতে পাঠানো হয়। বর্তমানে শাখাটিতে আর্থিক লেনদেন সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংকে আগমন নিরুৎসাহিত করার পরামর্শ দেয়া হয়েছে।
শান্তিগঞ্জ সোনালী ব্যাংকের গ্রাহক নিজাম উদ্দিন বলেন, ব্যাংকে টাকা উঠাতে গিয়েছিলাম। কিন্তু ওই ব্যাংকের কর্মকর্তারা করোনা ভাইরাসের কারণে অসুস্থ থাকায় ব্যাংক থেকে ফিরে এসেছি। টাকা লেনদেন পরে করা যাবে।
শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, আমার ব্যাংকে ৭ কর্মকর্তার মধ্যে ৫ জনই জ্বরে আক্রান্ত হয়ে ছুটিতে আছেন। আমিও অসুস্থতাবোধ করছি। আমি ও এক কর্মচারীকে দিয়ে ব্যাংক খুলে বসে আছি। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও বন্ধ রয়েছে।