স্টাফ রিপোর্টার ::
শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির নতুনভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সার্বজনীন মন্দিরটি নির্মাণ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারীনেত্রী শীলা রায়, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, দিলীপ কুমার কুমার মজুমদার, পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, সুখেন্দু সেন, অভিজিৎ চৌধুরী, বিমল বণিক, শংকর ভট্টাচার্য্য, বিজয় তালুকদার বিজু, ডা. গৌতম রায়, দীপক ঘোষ, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, চঞ্চল কুমার লোহ, ভোলানাথ রায়, অমল কান্তি কর, সুধাংশু পাল, চন্দন রায়, অনন্ত রায়, গৌরাঙ্গ বণিক, বিজিত রায়, মতি লাল চন্দ, সমীর কুমার দে, ডা. প্রহল্লাদ চন্দ বণিক, নিখিল চন্দ্র বণিক, মদন মোহন বণিক, কালু কর্মকার, চন্দন কুমার সাহা, রাহুল ভৌমিক, বিষ্ণু বণিক, হরিপদ বণিক, নির্মল বণিক, গৌর রায়, জয়ন্ত কুমার বণিক, সমীর বণিক, শশী ভূষণ বণিক, নৃপেন্দ্র চন্দ্র বণিক, কাজল চন্দ্র দে, লিটন রায়, অঞ্জন প্রসাদ রায়, কার্তিক চন্দ্র রায়, শুভব্রত বসু, মানব চৌধুরী, রমেন্দ্র কুমার দে, সুভাষ চন্দ্র রায়, ডা. জ্যোতিষ কান্তি সামন্ত, অনিমেষ পাল ভানু, চিত্তরঞ্জন দাস, দেবব্রত রায়, জয়ন্ত বণিক, টিংকু বণিক, রনি দেব, বিপ্রেশ রায় বাপ্পী প্রমুখ।
সভায় মন্দির পুনঃনির্মাণের জন্য জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া দীপক ঘোষ ২০ হাজার টাকা, কার্তিক রায় ১ লক্ষ টাকা, সুশান্ত রায় ১ লক্ষ টাকা, শংকর বণিক ৫০ হাজার টাকা, গৌরপদ রায় ২৫ হাজার টাকা, ললনা রানী রায় ১ লক্ষ টাকা, প্রদীপ রায় ১ লক্ষ টাকার মালামাল, শশী ভূষণ বণিক ২১ বস্তা সিমেন্ট, ১শ ফুট বালু ও ১শ ফুট পাথর, চঞ্চল কুমার লোহ ১ মাসের সম্মানি ও ১ টন চাল, সেবক কুমার দাস ২০ হাজার টাকা, বিমল বণিক ৭৫ হাজার টাকা, অমল কান্তি কর ৩০ হাজার টাকা, মতিলাল চন্দ ১০ হাজার টাকা, চন্দন প্রসাদ রায় মন্দিরের সকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ডা. গৌতম রায় ৫০ হাজার টাকা, সুভাষ রায় ৫০ হাজার টাকা, সুমন সাহা ৫০ হাজার টাকা, মিন্টু বণিক ৫০ হাজার টাকা ও এসি, শিব নন্দী ১ লক্ষ টাকা, নিখিল বণিক ৫০ হাজার টাকা, পার্থ পুরকায়স্থ ১ লক্ষ টাকা, কৃষ্ণ রায় ৫০ হাজার টাকা, জয়ন্ত বণিক মন্দিরের রড বাঁধার যাবতীয় তার, সমীর বণিক ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।