ভ্রাম্যমাণ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলায় কৃষকদের উৎপাদিত ধান সরকারি খাদ্য গুদামে সরকারিভাবে ক্রয় শুরু হয়েছে। গত রোববার বিকেলে জামালগঞ্জ খাদ্যগুদামে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, সহকারি শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম হায়দার প্রমুখ।
জামালগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম হায়দার জানান, কৃষকরা কৃষি অফিসের তালিকা অনুযায়ী সরাসরি ধান নিয়ে আসলে তাদের ধান ক্রয় করে তাদের নিজস্ব একাউন্টে ন্যায্য টাকা জমা হয়ে যাবে। সেখান থেকে কৃষকরা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। এ বছর জামালগঞ্জে ৩ হাজার ৫ শত ৫৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।