জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা মিলনায়তন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
প্রধান আলোচক ছিলেন জামালগঞ্জ উপজেলার সার্ভার স্টেশন কর্মকর্তা মো. ইউসুফ উর রহমান।
আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শামীম, মো. মাসুক মিয়া, আলীনুর আলম, এমদাদুল হক আফিন্দী, মকবুল হোসেন আফিন্দী, মো. জসিম উদ্দিন, করুণা সিন্ধু তালুকদার, জুলফিকার চৌধুরী, মাওলানা ওয়াক্কাস আলী, সাধন চন্দ্র তালুকদার, মো. নুর মিয়া, মো. মতিউর রহমান, মো. হারুন অর রশিদ, ভজন তালুকদার, মো. মাসুদ আলম মকসুদ, অসীম তালুকদার, মিহির লাল রায়, প্রদীপ মজুমদার, রতি রঞ্জন পুরকায়স্থ, আব্দুল খালেক ফারুক, মো. আক্তারুজ্জামান শাহ, অ্যাড. মো. শাহীন আলম, সৈয়দ সাইদ আহমদ, আলী আহমদ, আক্তারুজ্জামান তালুকদার, দুলাল মিয়া, আব্দুল রকিব চৌধুরী প্রমুখ।