স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে রংধনু সামাজিক সংগঠন। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
সংগঠনের সভাপতি মো. মোমেন তালুকদারের সভাপতিত্বে এবং লাবন্য রহমান ও সৈয়দ শাফাত আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি তার বক্তব্যে রংধনু সামাজিক সংগঠনের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং তরুণদের এ সংগঠনের ভবিষ্যৎ আরো আলোকিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মাদক-সন্ত্রাস- জঙ্গিবাদের বিরুদ্ধে এবং মানুষের উন্নয়নে তরুণদের কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌর কাউন্সিলর ফজরনূর, সাবেক পৌর কাউন্সিলর মনির উদ্দিন মনির।
আলোচনা সভা শেষে ১০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রংধনু সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহসান নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, নাকিব আল আহমেদ, রুবিনা আক্তার কান্তা, সেতু বণিক, কোষাধ্যক্ষ রিজওয়ান আহমদ, প্রচার সম্পাদক নাহিদ হাসান, সহ প্রচার সম্পাদক অঙ্কুর রায়, মহিউদ্দিন মাহবুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুদ্র চন্দ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাইমুল হক নিমন, পূজা চন্দ, সহ আপ্যায়ন সম্পাদক ফারজানা আক্তার সাথী প্রমুখ।