স্টাফ রিপোর্টার ::
আগামী ৪ ফেব্রুয়ার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় সংগঠনের পৌরবিপণিস্থ কার্যালয়ে জেলা সংসদের সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান করা হয়েছে তারেক চৌধুরীকে। আহ্বায়ক হিসেবে রয়েছেন পুলক তালুকদার ও যুগ্ম আহ্বায়ক দ্বিপাল ভট্টাচার্য্য। উক্ত প্রস্তুতি পরিষদে সাতটি উপ-পরিষদ গঠন করা হয়। দপ্তর উপ-পরিষদের প্রধান করা হয়েছে নিরঞ্জন সরকারকে, অর্থ উপ-পরিষদ প্রধান সুকান্ত দত্ত, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের প্রধান সৌরভ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক উপ পরিষদ প্রধান মলয় রায়, সাজসজ্জায় ও র্যালি উপ-পরিষদ প্রধান আসাদ মনি, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা উপ-পরিষদ প্রধান পাপ্পু সরকার এবং খাদ্য উপ-পরিষদের প্রধান করা হয়েছে নুরজাহান বেগমকে।