
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় বর্ষার পানিতে ডুবে মাহমুদুল হাসান নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদনগর গ্রামের আব্দুল আলীর ছেলে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) দুপুরে মাহমুদুল হাসানকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন বর্ষার জমে থাকা পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে মৃত শিশু মাহমুদুল হাসানের পিতার লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।