
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে দুর্ঘটনায় সাদিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার ধনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া বেগমের স্বামীর বাড়ি দোয়ারাবাজার উপজেলার হাজারিগাঁও গ্রামে। বাবার বাড়িও একই উপজেলার রামপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে সাদিয়া বেগম তার শ্বশুরবাড়ি থেকে একটি অটোরিকশায় করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। সুনামগঞ্জ শহর থেকে দোয়ারাবাজারে যাচ্ছিল আরেকটি অটোরিকশা। পথে ধনপুর এলাকায় ওই দুটি অটোরিকশার একটি আরেকটিকে পাশ কাটানোর সময় সাদিয়া বেগমদের বহনকারীদের অটোরিকশাটি একদিকে কাত হয়ে যায়। এতে সাদিয়া বেগম অটোরিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কর্মকর্তা জুবায়ের আহমদ জানান, সাদিয়া বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। মূলত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।