
স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীন সফরে যাচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও তার স্ত্রী হাসিনা রুমী। এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে খায়রুল হুদা চপল আজ সোমবার (৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি সফরে চীন যাবেন। প্রধানমন্ত্রীর সফরকারী দলের হয়ে খায়রুল হুদা চপল, তার স্ত্রীসহ দেশের ব্যবসায়ী অঙ্গনের শীর্ষ নেতৃত্বও যাচ্ছেন। সফরকালে প্রতিনিধিদল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এই সফর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সফরের বিস্তারিত তুলে ধরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন সেখানে প্রায় ২০টির মত সমঝোতা স্মারক সই হতে পারে এবং কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা হবে।
অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি রয়েছে সমঝোতা স্মারকের তালিকায়।