স্টাফ রিপোর্টার ::
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯তম জন্মতিথি উৎসব উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
তিনি সংসার জীবনে নারী শক্তি ও মাতৃশক্তিকে ঊর্ধ্বে তোলে ধরে বলেন, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অনুপ্রেরণা মা সারদা, গৌতম বুদ্ধের প্রেরণা মা সুজাতা, যীশু খ্রিষ্টের অনুপ্রেরণা মা মারিয়া, বাউল আব্দুল করিমের প্রেরণা সরলা, হাছনরাজার দিলারাম ছিলেন তাদের অনুপ্রেরণা বা ভালোবাসা। নারী শক্তির জাগরণ হলেই কেবল পরিবার ও সমাজ বিকশিত হবে।
ড. মোহাম্মদ সাদিক বলেন, তলোয়ার দিয়ে, ত্রিশূল দিয়ে যুদ্ধ করে জয় হয় না, ভালবাসায় জয় হয়। ঘরের দেবীকে উপেক্ষা করে মন্দিরের দেবীকে অর্ঘ্য দিলে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, আমাদের অন্তরে ধুলো জমে আছে। সাম্প্রদায়িকতার ধুলো। সেই ধুলো পরিচ্ছন্ন করতে হবে। মানবিক বাংলাদেশ গড়ে তোলতে সকলে সহযোগিতা করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান রায়, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ।
কার্তিক চন্দ্র রায়ের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটন চন্দ্র রায়। অনুষ্ঠানে গীতাপাঠ করেন অমিত চক্রবর্তী।
আলোচনা সভা শেষে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।