স্টাফ রিপোর্টার ::
সীমান্তে চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবির রুমেন। সীমান্ত টহল জোরদারসহ পুলিশ বাহিনীকেও চোরাচালান প্রতিরোধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জের ৫টি উপজেলার সীমান্তে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে পেঁয়াজ, চিনি, প্রসাধনী, কাপড়, মসলা, গবাদিপশুসহ নানা পণ্য আসছে। অভিযোগ রয়েছে, এসব পণ্য পাচার প্রকাশ্যেই হচ্ছে। অসাধু সিন্ডিকেটের সহযোগিতায় সিলেট, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাচ্ছে শুল্ক ফাঁকি দিয়ে আসা কোটি কোটি টাকার পণ্য।
এডভোকেট ড. খায়রুল কবির রুমেন বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহলে উদাসীনতা আছে। তাছাড়া সীমান্ত অতিক্রম করে যখন বিশাল ট্রাকে এসব পণ্য রাতভর আইন-শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বের হয়ে যায় তখনও আমরা নীরবতা দেখি। এসব চোরাকারবারি সিন্ডিকেট দেশের বড়ো বড়ো ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে। তবে কমিশনের বিনিময়ে স্থানীয় কয়েকটি সিন্ডিকেট চোরাচালানে সহযোগিতা করে। আমি জেলার সাধারণ মানুষের উদ্বেগের কথা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তুলে ধরেছি। এর প্রতিকার চেয়েছি।
আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা কমিটির সভায় কয়েকবার বিষয়টি আলোচনা হয়েছে। আমরা সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।