1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাইলটিং কর্মসূচির পাঠদান কেন্দ্র কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলুমে স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. রইসুজ্জামানের সঞ্চালনায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আশা শিক্ষা কর্মসূচিতে অধ্যয়নরত প্রায় একশত জন শিক্ষার্থীর অভিভাবকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং আশা শিক্ষা কর্মসূচি নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।
উক্ত অভিভাবক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম প্রধান, আশা রিজিওনাল ম্যানেজার দিপক চন্দ্র সরকার, আশা একাউন্টস মনিটরিং বিল্লাল হোসেন, সিলেট বিভাগীয় এডুকেশন অফিসার মো. হাবিবুর রহমান, আশা মঙ্গলকাটা ব্রাঞ্চের সিবিএম মো. হেলাল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, আশা শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মো. আব্দুল হকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকগণ।
এর আগে পবিত্র গ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্বাগত বক্তব্যের পরপরই বিগত মাসিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আশা’র পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
অতঃপর অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। অতিথি এবং অভিভাবকদের আলোচনায় আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে সার্বিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বিগত ফেব্রুয়ারি মাস হতে সুনামগঞ্জ জেলার একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান হিসেবে কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে পাইলটিং হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট একশ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com