1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ১৭ জুন ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০২৪

তরুণ কবিদের নিয়ে বগুড়ায় দুই দিনব্যাপী ‘¯পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ শুরু হয়েছে। বগুড়া লেখক চক্রের উদ্যোগে ২৪ মে শুক্রবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়নে কবিতা উৎসবের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্তী।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করীম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি-স¤পাদক মাহমুদ কামাল, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ স¤পাদক কবি আরিফুল হক কুমার, কবি সোয়েব শাহরিয়ার, কবি-স¤পাদক কামরুল বাহার আরিফ, বগুড়া আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়ার ডেপুটি পোস্ট মাস্টার আনোয়ার মল্লিক, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি-স¤পাদক পুলিন রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ।
বাচিকশিল্পী ও নাট্যকর্মী অলোক কুমার পালের সঞ্চালনায় ও বগুড়া লেখক চক্র-এর সভাপতি কবি-স¤পাদক ইসলাম রফিকের সার্বিক পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসবের সদস্য সচিব এম রহমান সাগর। শোক প্রস্তাব পাঠ করেন কবি সিকতা কাজল। উৎসবে দুই বাংলার বিশিষ্ট কবি-সাহিত্যিক-লেখকগণ উপস্থিত হয়ে উৎসব এক মিলনমেলায় পরিণত হয়।
উৎসবে চারটি সেশনের একটি ছিলো ‘স্পর্ধিত তারুণ্যের বই নিয়ে আলোচনা’। কবি-স¤পাদক পুলিন রায়ের সভাপতিত্বে ও গল্পকার মাহফুজ ফারুকের সঞ্চালনায় এই পর্বে আলোচক ছিলেন কবি-স¤পাদক কামরুল বাহার আরিফ, কবি কবীর রানা, কবি এমরান কবীর, কবি শামীম হোসেন ও কবি-স¤পাদক ইসলাম রফিক।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন উপলক্ষে ‘যুগে যুগে তারুণ্যের নজরুল’ আলোচনাসভাসহ কবিতাভ্রমণ ও সারিয়াকান্দিতে যমুনা নদীতে কবিতাভাসান অনুষ্ঠিত হয়। – সংবাদ বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com