1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রতীক পেলেন ৪২ প্রার্থী

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪

শহীদনূর আহমেদ ::
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে প্রতীক পেয়েছেন সুনামগঞ্জের তিন উপজেলার ৪২ প্রার্থী। এর মধ্যে সুনামগঞ্জের সদর উপজেলায় তিন পদে বিপরীতে ১৩ জন, শান্তিগঞ্জ উপজেলায় ১২ জন এবং মধ্যনগর উপজেলায় ১৭ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার দুপুরে লটারি ও সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক বরাদ্দ পান প্রার্থীরা। প্রতীক বরাদ্দের তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
সুনামগঞ্জ সদর :
সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর মধ্যে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক মো. খায়রুল হুদা চপল মোটরসাইকেল প্রতীক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ আনারস প্রতীক এবং আওয়ামী নেতা অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ফেদাউর রহমান মাইক প্রতীক, জাকির হোসেন শাহীন চশমা প্রতীক, শামীনুর রশীদ চৌধুরী টিয়াপাখি প্রতীক, মো. আবুল হোসেন তালা প্রতীক, মো. বাবুল মিয়া টিউবওয়েল প্রতীক, মো. আজিজুল হক উড়োজাহাজ প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. চ¤পা বেগম ফুটবল প্রতীক, নিগার সুলতানা কেয়া বৈদ্যুতিক পাখা প্রতীক, সানজিদা নাসরিন দিনা হাঁস প্রতীক ও ফেরদৌসী সিদ্দিকা কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩ জন প্রার্থী। এরমধ্যে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদাত মান্নান অভি পেয়েছেন আনারস প্রতীক, সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম মোটরসাইকেল প্রতীক এবং শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে মোশারফ হোসেন জাকির মাইক প্রতীক, রুকনুজ্জামান চশমা প্রতীক, মো. আনোয়ার হোসেন তালা প্রতীক এবং মো. জাহাঙ্গীর খাঁন টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে মোছা. নাছমা বেগম প্রজাপতি প্রতীক, দুলন রানী তালুকদার পদ্মফুল প্রতীক, খাইরুন নেসা কলস প্রতীক, মোছা. রফিকা মহির ফুটবল প্রতীক এবং জেসমিন আক্তার হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মধ্যনগর :
মধন্যগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৮ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে আব্দুল আউয়াল শালিক প্রতীক, সজল কান্তি সরকার ঘোড়া প্রতীক, মো. নুরুল ইসলাম হেলিকপ্টার প্রতীক, প্রবীর বিজয় তালুকদার আনারস প্রতীক, মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া মোটরসাইকেল প্রতীক, মো. গিয়াস উদ্দিন দোয়াত কলম প্রতীক, সাইদুর রহমান কাপ-পিরিচ প্রতীক এবং বরুণ কান্তি দাস চিংড়ি মাছ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে পংকজ আরেং মাইক প্রতীক, মো. হজরত আলী চশমা প্রতীক, মো. এনামুল হক তালা প্রতীক, মোহাম্মদ আনোয়ার হোসেন উড়োজাহাজ প্রতীক, এমদাদুল হক টিয়া পাখি প্রতীক, বিদ্যুৎ কান্তি সরকার টিউবওয়েল প্রতীক এবং মো. জসীম উদ্দিন চৌধুরী বই প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তা চৌধুরী কলম প্রতীক এবং হালুফা আক্তার ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, চতুর্থ ধাপে তিন উপজেলায় ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৫ জুন সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com