1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বোরো ধানের খড়ে মজুদ ২০০ কোটি টাকার গোখাদ্য

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

শহীদনূর আহমেদ ::
দেখার হাওর পাড়ের কৃষক আব্দুল ওয়াহিদ। তাপদাহ উপেক্ষা করে খড় রোদে শুকাচ্ছেন। তার দুই ছেলে দিনভর মাথায় খড় বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বর্গাচাষী ওয়াহিদের দুইটি গাভী রয়েছে। এবারের বর্ষায় আরও একটি ষাঁড় গরুর কেনার কথা রয়েছে তার। বর্ষায় গরুর খাদ্য মজুদ করে রাখতে ৫ কেয়ার জমির পুরো খড় দুই দিনে শুকিয়ে বাড়ি নিয়েছেন এই চাষী। প্রকৃতির আশীর্বাদে নির্বিঘেœ ফসল তোলার পাশাপাশি গোখাদ্য সংগ্রহ করতে পারায় খুশি কৃষক ওয়াহিদ।
কৃষক ওয়াহিদের মতো হাওরপাড়ের অন্যান্য কৃষকরা ধান কাটার পর খড় শুকানো, সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। হাওরের জাঙ্গাল বা উঁচু স্থানে রোদের তাপে খড় শুকিয়ে বাড়ি নিয়ে লাছি বা ভোলা দিয়ে মজুদ করে রাখছেন কৃষকরা।
কৃষকরা জানিয়েছেন, গৃহপালিত গরু, মহিষ, ছাগলসহ অন্যান্য গবাদি পশু শুষ্ক মৌসুমে হাওরের গো-চারণ ভূমিতে ঘাসের সংস্থান হলেও বর্ষা মৌসুমে এগুলো বাড়িতে আবদ্ধ রাখতে হয়। এসময় ধানের মজুদকৃত খড়ই গোখাদ্যের যোগান দিয়ে থাকে। এবার ধানের ফলনের সাথে সাথে খড়ের উৎপাদন বেশি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় এবার জেলায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন খড় সংগ্রহ হয়েছে। এর বাজার মূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা দিয়ে বর্ষা মৌসুমে জেলার ৫ লক্ষাধিক গরু, মহিষ, ১ লাখ ৩৫ হাজার ভেড়া ও ৫২ হাজার ছাগলসহ ১ লক্ষাধিক অন্যান্য গবাদি পশুর খাদ্যের যোগান দেয়া হবে। যা পশু পালনে সহায়ক হওয়ায় সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে সুনামগঞ্জের বিভিন্ন হাওর নিকটবর্তী গ্রাম ঘুরে দেখা যায়, শতভাগ ধান কাটার পর বেশিরভাগ কৃষক গবাদিপশুর জন্য খড় সংগ্রহ সম্পন্ন করেছেন। বাড়ির আঙিনায় খড়ের লাছি বা ভোলা শোভা পাচ্ছে। এসব খড়ের ভোলা জানান দিচ্ছে কৃষকের আভিজাত্য।
সদর উপজেলার কাংলার হাওরপাড়ের গ্রাম বিরামপুর। গ্রামের কৃষক পরিবারের সন্তান আইনুল হক বলেন, ধান কাটা শেষ। গ্রামের বেশিরভাগ পরিবার তাদের গুরু মহিষের জন্য খড় সংগ্রহ করে ফেলেছেন। বাড়িতে বাড়িতে খড়ের লাছি। এ বছর মানুষ শান্তিতে ধান ও খড় তুলেছেন। গ্রামের ঘরে ঘরে স্বস্তি আর স্বস্তি।
সদর উপজেলার বাদরপুর গ্রামের মানিক মিয়া বলেন, আমাদের ৫টি গরু আছে। আমাদের নিজেদের খাবারের আগে গরুর খাবার সংগ্রহ করেছি। ধান যেমন শান্তিতে ঘরে তুলেছি, তেমনি খড়ও তুলতে পেরেছি।
সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, বিগত অনেক বছরে এবার মানুষ শান্তিতে ধান ও খড় ঘরে তুলতে পেরেছেন। হাওর এলাকায় এখন উৎসব বিরাজ করছে। অনুকূল আবহাওয়ায় এবার ভালোভাবে খড় শুকাতে পেরেছেন। খড়ের মানও ভালো। এবার ৪ লাখ মেট্রিক টন খড় সংগ্রহ হয়েছে। যার বাজার মূল্য ২০০ কোটি ছাড়িয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com