1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

সুনামকণ্ঠ ডেস্ক ::
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা।
দোয়ারাবাজার :
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, দশজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক- মোটরসাইকেল প্রতীক, বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী – আনারস প্রতীক, আরিফুল ইসলাম জুয়েল – দোয়াত-কলম প্রতীক, নুরুল আমিন – ঘোড়া প্রতীক, দেওয়ান আসিদ রাজা – কাপপিরিচ প্রতীক পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিন – তালা প্রতীক, বশির আহমদ – চশমা প্রতীক, আবু বকর ছিদ্দিক – বৈদ্যুতিক বাল্ব প্রতীক, আবুল কালাম – টিউবওয়েল প্রতীক, নূর হোসেন মো. আব্দুল্লাহ – মাইক প্রতীক, শরীফ আহমেদ – আইসক্রিম প্রতীক, জিয়াউর রহমান – উড়োজাহাজ প্রতীক, রাসেল মিয়া – টিয়াপাখি প্রতীক, সোনাধন দে – গ্যাস সিলেন্ডার প্রতীক, জে ইউ সেলিম – বই প্রতীক পেয়েছেন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালেহা বেগম – প্রজাপতি প্রতীক, লাইলী আক্তার লাকি – সেলাই মেশিন প্রতীক, শিরিনা বেগম – হাঁস প্রতীক, সামছুন্নাহার রুমি – ফুটবল প্রতীক, ঝর্ণা রানী দাস – কলস প্রতীক পেয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ০৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ৬৫ হাজার ৯৪২ জন।
ছাতক :
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৩ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা সমর কুমার পাল।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত লাহিন মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক, রফিকুল ইসলাম কিরণ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক, আওলাদ আলী রেজা আনারস প্রতীক, মাহমুদ আলী মোটর সাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ), আফজাল হোসেন (মাইক), আতাউল হক (বই), শহিদুজ্জামান (টিউবওয়েল), আব্দুস সামাদ (চশমা), ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব), রকিব আহমদ (তালা) ও নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন বা তার কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় তাকে কোন প্রতিক বরাদ্দ দেয়া হয় নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com