1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মধ্যনগর : চেয়ারম্যান পদে আলোচনায় ১২ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী আলোচনায় রয়েছেন। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের অনেক পদধারী নেতারা। মধ্যনগর উপজেলার নির্বাচন চতুর্থ ধাপে সম্ভাব্য ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপজেলা নির্বাচনকে ঘিরে, আওয়ামী লীগের নেতাদের মধ্যে চলছে এখন প্রার্থী হওয়ার প্রতিযোগিতা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন কিনা এ নিয়েও চলছে নানা গুঞ্জন।
ইতোমধ্যে অনেক প্রার্থী নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় তারা ব্যস্ত সময় পার করছেন। এদিকে, ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব নিকাশ। সবার মুখে মুখে প্রাধান্য পাচ্ছে আগামী উপজেলা নির্বাচনের আলোচনা। কে কে হচ্ছেন প্রার্থী, কে হচ্ছেন নবগঠিত মধ্যনগর উপজেলার প্রথম চেয়ারম্যান – এনিয়ে চলছে উৎসবমুখর আলোচনা।
এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না থাকার ফলে, আওয়ামী লীগের নেতারা নির্বাচনী এলাকায় দৌড়ঝাঁপ বেশি করতে দেখা গেছে। তাই নবগঠিত মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে বর্তমানে ১ ডজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী তালুকদার, সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ স¤পাদক পরিতোষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ ইরতীজা আলভী, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, লেখক ও প্রকাশক অসীম সরকার, শিক্ষক বরুণ কান্তি দাস গুপ্ত, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মো. আলাউদ্দিন বলেন, নতুন উপজেলা হিসেবে আমাদের অনেক প্রত্যাশা আছে। এ উপজেলার জন্য একজন মেধাবী, সৃজনশীল ও জনবান্ধব চেয়ারম্যান প্রয়োজন। এমন একজন নেতা পরিচ্ছন্ন মানসিকতার ব্যক্তি যিনি এই নতুন উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবেন।
উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং বলেন, স্বচ্ছ নির্ভেজাল একজন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এবং যে ব্যক্তি উন্নয়ন নয় সামগ্রিকভাবে উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com