1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের সম্মাননা প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সকল প্রয়াত ও জীবিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রয়াত সকল চেয়ারম্যান-মেম্বার ও ইউনিয়নের মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় স্থানীয় রাণীগঞ্জ মাঠে ইসলামী সম্মেলন শুরুর আগে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য নুরুল হকের পরিচালনায় রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সকল প্রয়াত ও জীবিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
এতে সাবেক ইউপি চেয়ারম্যান মজলুল হক, সাবেক ইউপি সদস্য হাজী সুন্দর আলী, বর্তমান ইউপি সদস্য তেরা মিয়া, আতাউর রহমান মিলাদ, কাওছার তালুকদার, আলাই মিয়া, টিপু সুলতান, কওছর মিয়া, আবদুল জলিল, সাবেক ইউপি সদস্য ইসরাক আলী, আবদুল তাহিদ জুয়েল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা ক্রেস্টপ্রাপ্ত সাবেক জনপ্রতিনিধিরা হলেন, ১৯৬০ থেকে ৬৫ সাল পর্যন্ত রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুবাজপুর গ্রামের সামসুদোহা চৌধুরী। তৎকালীন ইউপি সদস্যগণ হলেন- গন্ধর্বপুর গ্রামের হাজী ইছাকুর রহমান, বাগময়না গ্রামের ময়না মিয়া, মেঘারকান্দি গ্রামের কাশীনাথ দাস, রৌয়াইল গ্রামের আবজল মিয়া, জয়নগর গ্রামের সিরাজ মিয়া, কুবাজপুর গ্রামের মনোহর আলী চৌধুরী, ঘোষগাঁও গ্রামের রফিক মিয়া ও সুন্দরপুর গ্রামের রতেœশ্বর দেব।
১৯৬৫ থেকে ৭৪ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুবাজপুর গ্রামের মনোহর আলী চৌধুরী। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুবাজপুর গ্রামের সামসুদোহা চৌধুরী, গন্ধর্বপুর গ্রামের হাজী ইছাকুর রহমান, ঘোষগাঁও গ্রামের রফিক আলী, নোয়াগাঁও গ্রামের মকবুল হোসেন, ইছগাঁও গ্রামের জাফর উল্লাহ, নারিকেলতলা গ্রামের পংকী মিয়া, মেঘারকান্দি গ্রামের শ্রী ওমরিকা দাস ও জয়নগর গ্রামের সিরাজ মাম্মদ।
১৯৭৪ থেকে ৮৯ পর্যন্ত একটানা ৩ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নারিকেলতলা গ্রামের সুবেদার (অব.) আবুল বশর চৌধুরী। তৎকালীন বিভিন্ন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাগময়না গ্রামের আলমাছ মিয়া, গন্ধর্বপুর গ্রামের আজিদ উল্লাহ, গন্ধর্বপুর গ্রামের তোতা মহরীর, কামড়াখাই গ্রামের হাজী লতিফ উল্লাহ, বালিশ্রী গ্রামের হাজী মদরিছ আলী, কুবাজপুর গ্রামের আজিম উদ্দিন, মেঘারকান্দি গ্রামের শ্রী গোপাল দাস, টিআর গাঁও গ্রামের আলমদর মিয়া ও দোস্তপুর গ্রামের চেরাগ আলী। বাগময়না গ্রামের কলমদর মিয়া, গন্ধর্বপুর গ্রামের তহুর উদ্দিন, বাগময়না গ্রামের ফজলুল হক, আলমপুর গ্রামের জহিরুল ইসলাম, হিলালপুর গ্রামের শ্রী বিধু বাবু, কামড়াখাই গ্রামের হাজী খালিছ মিয়া, টিআর গাঁও গ্রামের আবদুল ওয়াহিদ, দোস্তপুর গ্রামের চেরাগ আলী ও কুবাজপুর গ্রামের আবদুর রশিদ। গন্ধর্বপুর গ্রামের হাজী আপ্তাব মিয়া তালুকদার, বাগময়না গ্রামের ডা.আলমাছ মিয়া, বাগময়না গ্রামের হাজী ফজলুল হক, দোস্তপুর গ্রামের চেরাগ আলী, ঘোষগাঁও গ্রামের আবদুল মজিদ, দোস্তপুর গ্রামের আবদুল ওয়াদুদ ও আলমপুর গ্রামের মনাফ মিয়া।
১৯৮৯ থেকে ৯৩ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আলমপুর গ্রামের জহিরুল ইসলাম। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাগময়না গ্রামের হাজী সুন্দর আলী, গন্ধর্বপুর গ্রামের তহুর উদ্দিন, নারিকেলতলা গ্রামের আবদুল কাদির, হিলালপুর গ্রামের তাপস চন্দ্র দাস, রৌয়াইল গ্রামের আতাউর রহমান, নোয়াগাঁও গ্রামের রফু মিয়া, বাগময়না গ্রামের মবশ্বির মিয়া, কুবাজপুর গ্রামের টুনু মিয়া ও টিআর গাঁও গ্রামের আবদুল ওয়াহিদ।
১৯৯৩ থেকে ৯৮ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুবাজপুর গ্রামের আলা উদ্দিন চৌধুরী। এ সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মেঘারকান্দি গ্রামের সোনামনি দাস, কামড়াখাই গ্রামের আবদুল হাফিজ, রৌয়াইল গ্রামের সিরাজ মিয়া, গন্ধর্বপুর গ্রামের হাজী শেখ আছির উদ্দিন, অনন্ত গোলাম আলীপুর গ্রামের আবদুল মজিদ, গন্ধর্বপুর গ্রামের হাবিবুর রহমান কাজল, দোস্তপুর গ্রামের মানিক মিয়া, ইছগাঁও গ্রামের নুর মিয়া ও ঘোষগাঁও গ্রামের আবদুল মান্নান।
১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগময়না গ্রামের আলহাজ মজলুল হক। এ সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হিলালপুর গ্রামের শ্রী চিত্তরঞ্জন দাস, রৌয়াইল গ্রামের মুহিতুর রহমান, নোয়াগাঁও গ্রামের রফু মিয়া, বাগময়না গ্রামের মবশ্বির মিয়া, গন্ধর্বপুর গ্রামের ইসরাক আলী, অপাসাধু গ্রামের আলহাজ আবদুল কাদির, কুবাজপুর গ্রামের আবদুস সাত্তার, টিআর গাঁও গ্রামের আবদুর রুফ, দোস্তপুর গ্রামের জয়নাল আবেদীন, কামড়াখাই গ্রামের রোকেয়া বেগম, গন্ধর্বপুর গ্রামের মালেকা বেগম ও কুবাজপুর গ্রামের সৈয়দা শিউলি আক্তার।
২০০৩ থেকে ২০১১ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামড়াখাই গ্রামের আবদুল হাফিজ। এ সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রৌয়াইল গ্রামের পিয়ারা বেগম, গন্ধর্বপুর গ্রামের এলাছি বিবি, ইছগাঁও গ্রামের মালেকা বেগম, হরিনাকান্দি গ্রামের আপস চন্দ্র দাস, রৌয়াইল গ্রামের সিরাজুল হক, নোয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়া, বাগময়না গ্রামের তেরা মিয়া, গন্ধর্বপুর গ্রামের ইসরাক আলী, নারিকেলতলা গ্রামের গোলাম আহমদ, কুবাজপুর গ্রামের শহিদুল ইসলাম রানা, ইছগাঁও গ্রামের মুকিত মিয়া ও দোস্তপুর গ্রামের মোজাহিদ আলী।
২০১১ থেকে ২০১৬ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগময়না গ্রামের আলহাজ মজলুল হক। এ সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রৌয়াইল গ্রামের পিয়ারা বেগম, বাগময়না গ্রামের রুপতেরা বেগম, ইছগাঁও গ্রামের সৈয়দা শিউলি আক্তার, কুশারাই গ্রামের কওছর উদ্দিন, রৌয়াইল গ্রামের নাজমুল হক, নোয়াগাঁও গ্রামের মমরাজ হোসাইন রাজ, বাগময়না গ্রামের আবদুল তাহিদ জুয়েল, ইসলামপুর গ্রামের মুক্তার মিয়া, নারিকেলতলা গ্রামের আবুল কালাম, কুবাজপুর গ্রামের সুলতান মিয়া, ইছগাঁও গ্রামের মুকিত মিয়া ও দোস্তপুর গ্রামের আবদুল কাহার।
২০১৬ থেকে ২০২২ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কুবাজপুর গ্রামের শহিদুল ইসলাম রানা। এ সময় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কামড়াখাই গ্রামের রোকসানা বেগম, গন্ধর্বপুর গ্রামের এলাছি বিবি, ঘোষগাঁও গ্রামের আম্বিয়া বেগম, কামড়াখাই গ্রামের মাহমুদ মিয়া, রৌয়াইল গ্রামের নাজমুল হক, নোয়াগাঁও গ্রামের বজলু মিয়া, বাগময়না গ্রামের তেরা মিয়া, গন্ধর্বপুর গ্রামের ইসরাক আলী, নারিকেলতলা গ্রামের আবুল কালাম, কুবাজপুর গ্রামের মিলাদ মিয়া, ইছগাঁও গ্রামের আবদুল মুকিত ও দোস্তপুর গ্রামের আবদুল জলিল।
২০২২ থেকে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গন্ধর্বপুর শেখপাড়া গ্রামের শেখ ছদরুল ইসলাম। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রৌয়াইল গ্রামের সুহেনা বেগম, গন্ধর্বপুর গ্রামের ইয়ারুননেছা, টিআরগাঁও গ্রামের কিবরিয়া বেগম, কুশারাই গ্রামের কওছর মিয়া, রৌয়াইল গ্রামের টিপু সুলতান, নোয়াগাঁও গ্রামের জাকির হোসেন, বাগময়না গ্রামের তেরা মিয়া, গন্ধর্বপুর গ্রামের কাওছার তালুকদার, অনন্ত গোলাম আলীপুর গ্রামের আলাই মিয়া, কুবাজপুর গ্রামের মিলাদ মিয়া, টিআর গাঁও গ্রামের নুরুল হক ও দোস্তপুর গ্রামের আবদুল জলিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com