1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শান্তিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সাড়ে ৩শ’ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী হাজি আশকর আলী তালুকদার। শনিবার দুপুর ১২টায় ইউনিয়নের শত্রুমর্দন নিজ বাড়িতে এসব কম্বল তুলে দেন তিনি।
কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, লন্ডনি পরিবার সব সময় এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থাকেন। বন্যা, শীতসহ যে কোনো দুর্যোগের সময় তারা দেশে এসে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ান। আমাদের প্রত্যাশা তারা যেনো সব সময় এমন মানবিক কাজ অব্যাহত রাখেন।
শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী হাজি আশকর মিয়া তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, ইউপি সদস্য ফজলু হাসান, খলিলুর রহমান, সমাজকর্মী আজিজুর রহমান, আখতারুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ স¤পাদক মিজানুর রহমান, সদস্য শাহীন মিয়া, শান্তিগঞ্জ ওলামাদলের সভাপতি সজীব আহমদ, প্রবাসী প্রদীপ সূত্রধর, ব্যবসায়ী আবদুর রহমান, অজিত সূত্রধর, সৈদুর রহমান, মানসুর আহমদ প্রমুখ।
হাজি আশকর মিয়া তালুকদার বলেন, ১৯৬৬ ইংরেজি থেকে ইংল্যান্ডে আছি। মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য ফান্ড সংগ্রহ করেছি। এখনো দেশের জন্য মন কাঁদে। তাই প্রতি বছর দেশে এসে মানুষকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি। এ বছর সাড়ে ৩শ’ মানুষকে কম্বল দিয়েছি। আমার পরবর্তী প্রজন্মকে বলেছি, আমি যদি না-ও থাকি তারা যেনো এমন মানবিক কাজ চালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com