1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামগঞ্জ-৫ : নৌকার পথের কাঁটা ঈগল

  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

শংকর দত্ত ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিরামহীনভাবে প্রচার-প্রচারণায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হওয়ায় নৌকার মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের বিজয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ (ঈগল প্রতীক)। ইতিমধ্যে মাঠ দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে জানাযায়, সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি ৯জন প্রার্থী সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান মানিক এবং ঈগল প্রতীকের প্রার্থী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদের মধ্যেই। সুনামগঞ্জ ৫ আসনে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)র প্রার্থী আবু সালেহ (একতারা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আজিজুল হক (টেলিভিশন), বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ)র প্রার্থী আশরাফ হোসেন (আম), গণফোরামের প্রার্থী আইয়ুব করম আলী (উদীয়মান সূর্য্য), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হাজী আব্দুল জলিল (গামছা) ও জাতীয় পার্টি (জেপি): এডভোকেট মনির উদ্দিন (বাইসাইকেল)।
তৃণমূল আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলীয় কোন্দলের কারণে প্রায় ৩ যুগ ধরে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করতে পারছেন না এই স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা। সংসদ নির্বাচনেও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন তারা। এছাড়া ছাতক পৌরসভা ও ১৩ ইউনিয়নের জনপ্রতিনিধিরাও দু’পক্ষে বিভক্ত রয়েছেন। এদিকে অনেক নেতাকর্মী আ.লীগ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় থাকলেও অনেকে ভেতরে ভেতরে স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন। সবমিলিয়ে সুনামগঞ্জ-৫ নির্বাচনি এলাকায় নির্বাচনি উৎসবের পাশাপাশি, উত্তাপও বিরাজ করছে।
ভাতগাঁও ইউনিয়নের নৌকার সমর্থক হোসেন মিয়া জানান, মুহিবুর রহমান মানিকের ছাতক-দোয়ারায় জনপ্রিয়তা ব্যাপক। উন্নয়নের কিছু ঘাটতি থাকায় স্বতন্ত্র প্রার্থী সেই সুযোগটা নিচ্ছে।
ছাতক পৌর শহরের বাসিন্দা শামিম চৌধুরীর সমর্থক জুবেল তালুকদার জানান, আমাদের অবস্থান সবদিকে ভালো। মানিক সাহেব ছাতক দোয়ারায় দৃশ্যমান কোন উন্নয়ন করেন নাই। তাই এবার মানুষ পরিবর্তন চায়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক বলেন, ছাতক দোয়ারার মানুষ সর্বদা সত্যর পক্ষে। নৌকার বিজয় এবারও হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাতক-দোয়ারার মানুষের ভালোবাসা দেখে এবারও আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। ছাতক দোয়ারাবাসী নৌকার অবমূল্যায়ন করবে না।
জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক ও স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী বলেন, মানুষ পরিবর্তন চায়। এবার মানুষ স্বচ্ছ ভোটের মাধ্যমে সেই পরিবর্তন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার স্বতন্ত্র প্রার্থীদের স্বাধীনতা দিয়েছেন। প্রশাসন এখনও নিরপেক্ষ আছে। জয় আমাদের হবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com