1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে ঘোড়াডুম্বুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঘোড়াডুম্বুর গ্রামের কাজিবাড়ির পক্ষে ৬ গোষ্ঠী ও হাজিবাড়ির গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েতি কবরস্থানের পাশের জমি ভোগ দখল নিয়ে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। গ্রামের ছয় গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দেন নূর মিয়া, ওদুদ মিয়া, আকিক মেম্বার ও আফরোজ মিয়াসহ বেশ ক’জন। অপরপক্ষ হাজিবাড়ির পক্ষে নেতৃত্ব দেন মো. আলী হোসেন। এসময় কাজিবাড়ির পক্ষ থেকে একাধিক বন্দুক দিয়ে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষের মো. আলী। যদিও পুলিশ বলেছে, গুলি ছোঁড়ার কোনো আলামত পাওয়া যায়নি।
মো. আলীর পক্ষের আহতরা হলেন ইছব আলীর ছেলে আতাউর রহমান (৫০), লুৎফুর রহমান (৪০), হাফিজুর রহমান (৩৮), ফয়জুর রহমানের ছেলে সেলিম আহমদ (৩০), জব্বার আলীর ছেলে লিমন আহমদ (১৮), আতাউর রহমানের ছেলে রেদুয়ান আহমদ (২০), মজুমদার আলীর ছেলে নাছির মিয়া, বাবুল মিয়া (৪৫), নুরুজ্জামান (৪২), রেওল মিয়া (৩৮), আব্দুল জলিলের ছেলে লাইছ মিয়া (৪০), হেলাল মিয়া (২৮), আবদুল মনাফের ছেলে জামাল মিয়া (৩৮), নিজাম উদ্দিন (৩০), নিস্তার আলীর ছেলে সজিদ আলী (৩৫), হোছন আলী (২৫), ইছবর আলীর ছেলে রহিম আলী (৩৫), মখরম আলীর ছেলে লাল মিয়া (৫০), সানজব আলীর ছেলে গৌছ আলী (৪৫), ইছকন্দর আলীর ছেলে ছায়েদ (২৮), বাবরু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৪৫), করম আলীর ছেলে সুমন মিয়া (২৮), ইছকন্দর আলীর ছেলে জুবের মিয়া (২৫), আসদ আলীর ছেলে মুজিবুর (২৮), ইছবর আলীর ছেলে তজব আলী (৫০), সিরাজুল (৪৮), রশীদ আলীর ছেলে সুজন মিয়া (৩০), ইছকন্দর আলীর ছেলে সাইফুল (২৮), মজুমদার আলীর ছেলে তোয়াজমীর (৫৫), শুকুর আলীর ছেলে রায়হান মিয়া (২৮), আসদ আলীর ছেলে বাদশা মিয়া (২৬), আরজক আলীর ছেলে সৈয়দ মিয়া (৩৮), আলখাছ আলীর ছেলে সায়েক মিয়া (২০), আহমদ আলীর ছেলে রিমন মিয়া (২০) ও নুরুল মিয়ার ছেলে হাছান মিয়া (১৮)।
অপরদিকে, ঘোড়াডুম্বুর গ্রামের কাজিবাড়ির পক্ষে আহতরা হলেন- নূর মিয়া (৭০), বারিক উল্লার ছেলে নিজাম উদ্দিন (৪০), জালাল মিয়া, মিহার উদ্দিনের ছেলে আনর আলী (২৫), মিলন মিয়া (৩০), ওয়ারিছ আলীর ছেলে গৌছ উদ্দিন (৫০), হারুন মিয়ার ছেলে রাহীম আলী, দলাই মিয়ার ছেলে রেজবুল মিয়া (২৫), আমির উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন, মিহাদ উদ্দিনের ছেলে রুবেল মিয়া, কাজি আকিল উদ্দিনের ছেলে কাজি ফজলু মিয়া। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানাযায়নি।
এদিকে, শুক্রবার দুপুরে ঘোড়াডুম্বুর গ্রামে গিয়ে থমথমে পরিবেশ লক্ষ করা যায়। গ্রামের রাস্তায় ইটের ভাঙা সুরকি পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষের পরে পুলিশের ব্যাপক তৎপরতায় অন্তত ৮জনকে গ্রেফতারের পর পুরুষশূন্য হয়ে পড়ে গ্রামটি। মসজিদে মুসল্লির সংখ্যাও তুলনামূলক কম ছিলো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কবরস্থানের পাশে ৪.৩৯ একর জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কাজির গোষ্ঠীর ওদুদ মিয়া ও হাজির গোষ্ঠীর মো. আলীর মাঝে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে গ্রামের ৬ গোষ্ঠী কাজিবাড়ির পক্ষ হয়ে হাজিবাড়ির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়।
কাজিবাড়ি ও ছয় গোষ্ঠীর পক্ষে মো. নূর মিয়া বলেন, আমাদের অবস্থা খুবই খারাপ। সকলের গায়ে গুলি। আপনারা হাসপাতালে এসে দেখে যান।
হাজিবাড়ির পক্ষে মো. আলী বলেন, আমাদের গ্রামের কবরস্থানের আশেপাশে ক্রয়সূত্রে ৪.৩৯ একর জায়গার মালিক আমরা। গণিপুর গ্রামের গৌছ উদ্দিন চৌধুরীর কাছ থেকে কেনা জমি এগুলো। ২০০২ সাল থেকে কোনো আপত্তি ছাড়াই আমরা ভোগ দখল করে আসছি। গত দুই বছর যাবৎ কাজিবাড়ির লোকজন একটি মামলা করে এখানে ১.৩৯ একর জায়গা দাবি করেন। মামলায় আমরা রায় পেয়েছি। এখানে একাধিক মামলা হয়েছে। সব মামলায় আমরা রায় পেয়েছি। একটি মামলা চলমান। ১৪৪ ধারায় তারা মামলা করেছিলো সেটিও আমাদের পক্ষে এসেছে। বৈধ সব কাগজপত্র থাকার পরও তারা আমাদের জায়গা কেড়ে নিতে চায়। শুক্রবার জায়গা দখল করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। তারা বন্দুক দিয়ে গুলি ছোঁড়ে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনি। দেশিয় অস্ত্রসহ ৮ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছি। একপক্ষ আরেকপক্ষকে ঘায়েল করতে গুলাগুলির অভিযোগ করছেন – আমরা তেমনটি পাইনি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com