1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ডলুরায় ৪৮ শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরায় ৪৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হক শরীফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুকসেদ আলী, ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার, ব্যবসায়ী মধু মিয়া।
সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন, ইভা আলফি, নাহিদা সুলতানা ও মো. নুরুজ্জামান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার জমির উদ্দিন মাসুক।
সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী এমরান আহমেদ এবং গীতা থেকে পাঠ করেন জিতেন্দ্র সূত্রধর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ডলুরা শহীদ সমাধি বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া প্রতিষ্ঠা করেন। যুদ্ধকালীন মধু মিয়া অনেক ত্যাগ স্বীকার করে বিভিন্ন স্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করে এখানে এনে সমাহিত করেন। এ সময় তিনি নাম ঠিকানা সংগ্রহ করেন। কিন্তু তখন কিছু শহীদ বীর মুক্তিযোদ্ধার পূর্ণ নাম ঠিকানা সংগ্রহ সম্ভব হয়নি। পরবর্তীতে কয়েকজন মুক্তিযোদ্ধার সহযোগিতায় নাম ঠিকানা উদ্ধার করা হয়। জেলা প্রশাসক বলেন, এই স্মৃতি সমাধিকে আরও সুন্দর করে সংস্কারের ব্যবস্থা করা হবে।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যেসব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। সেসব বীর শহীদদের খুঁজে বের করে এখানে এনে সমাহিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া। এখানে শায়িত আছেন ৪৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা। শায়িত আছেন সমাধির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। সে হিসাবে সুনামগঞ্জেও রাস্তাঘাটের, শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন করেছে।
ওইদিন সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আলহাজ্ব মতিউর রহমান কলেজ, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি রমজান আলী, শহীদ বীর মুক্তিযোদ্ধা যোগেন্দ্র মোহন নাথের পক্ষে নেপাল দেবনাথ ও বিপেন্দ্র দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হক শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক অ্যাড. বিমান কান্তি রায়, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক স¤পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুকসেদ আলী, ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকারসহ মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. জমির উদ্দিন মাসুক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com