1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

শাহরিয়ার বাপ্পী ::
শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে এই প্রতিপাদ্যে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ৮টি বিভাগের ৬৪টি জেলায় ২ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করেছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ ডিসেম্বর) সিলেট বিভাগের ৪টি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের। উৎসবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের পরিচালনায় উৎসবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই।
উৎসবে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল, ডুগডুগি শিল্পীগোষ্ঠী, টান্ডুয়া শিল্পীগোষ্ঠী, শান্তিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, ¯পন্দন সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম সংগীত দল, নৃত্যাঙ্গন থেকে হাজং সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, মুগাইপাড় আচিক নিকেতন (গারো সম্প্রদায়), বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, ধামাইল নৃত্য দল, নৃত্যাঙ্গন সুনামগঞ্জ, সত্যশব্দ নৃত্য দল, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি নৃত্য দল, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি দল (বড়), সত্যশব্দ আবৃত্তি দল পর্যায়ক্রমে তাদের পরিবেশনা পরিবেশন করবে। এছাড়া উৎসবের দিনগুলোতে সংগীতশিল্পী রওনক বখত, শামীম সারোয়ার, মুহাম্মদ সুবাস উদ্দিন, চন্দনা হাজং, শাহীন বখত, মোহন রায়, আলী আফসার সায়েন, আতাউর রহমান আতাব, আবুল হাসনাত সুমন, আহসান জামিল আনাস, রিপন চন্দ, পাগল হাসান গান পরিবেশন করবেন। এছাড়া নৃত্য পরিবেশন করবেন দৃষ্টি তালুকদার, দীপান্বিতা দে হিয়া, শ্রীপর্ণা তালুকদার, অহনা এষ। কবিতা আবৃত্তি করবেন কবি ইকবাল কাগজী, সুখেন্দু সেন, শেরগুল আহমেদ, রুনা শাহীন আরা লেইস, সেঁজুতি তরফদার হৃদি, দেবাশীষ তালুকদার শুভ্র। এছাড়া উৎসবে যন্ত্রসংগীতে সহযোগিতায় রয়েছেন দীপায়ন চৌধুরী (হারমোনিয়াম), সোহেল রানা (কীবোর্ড), উত্তম দাশ (ঢোল), জায়েদ মাহমুদ (বাঁশি), কপিল পদ ঋষি (তবলা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com