1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

গণমাধ্যমে খরব এসেছে, আমাদের প্রিয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘সুনামগঞ্জে বিমানবন্দর হবে, রেল আসবে’। আমরা আশাবাদী। এই উন্নয়ন কাজে তিনি সফলতা অর্জন করুন, এই কামনা করি। উন্নয়নে বরাদ্দপ্রাপ্তির ক্ষেত্রে নি¤œাঞ্চলের অজুহাতে একদা সুনামগঞ্জ ছিল চিরবঞ্চিত এলাকা। পরিকল্পনামন্ত্র্রীর তৎপরতায় এই অচলায়তন ভেঙ্গেছে। সুনামগঞ্জের জন্য, উন্নয়নমূলক প্রকল্পের কাজে উপরমহলের অনুমোদন ও সহায়তা লাভে তাঁর মতো আর কেউ এমন বড়মাপে সফলতা অর্জন করেননি। তাই বলে অতীতে কেউ একেবারেই কীছু করেন নি এমনটা বলছি না। যে-করেই হোক বা যে-ভাবেই হোক তাঁর সময়ে বা তাঁর তৎপরতায় সুনামগঞ্জে উন্নয়নের জোয়ার এসেছে তাতে কোনও সন্দেহ নেই। এ কথা শ্রেণি-স্তর নির্বিশেষ সকলেই স্বীকার করেন, আমরাও করি এবং সেজন্য তাঁকে সাধুবাদ জানাই। সর্বজনবিদিত কথা এই যে, তিনি তাঁর জন্মভূমি শান্তিগঞ্জ উপজেলাকে তাঁর উন্নয়নমূলককাজের অবদান দিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। আমরা এই জন্য তাঁর নিন্দা করি না বরং সাধুবাদ জানাই। কারণ বিদগ্ধ মহলের অনেকই আছেন, যাঁরা এই বলে যুক্তি প্রদর্শন করেন যে, সুনামগঞ্জ জেলার যেখানেই উন্নয়নের স্পর্শ লাগুক না কেন সেটা সার্বিক বিবেচনায় সুনামগঞ্জেরই উন্নয়ন, সুনামগঞ্জ জেলার কেন্দ্রেরই উন্নয়ন। আমরা কেবল এইটুকু বলি যে, তিনি সুনামগঞ্জের সুসন্তান সেটা ভুলে গিয়ে কেবল শান্তিগঞ্জের সন্তান হয়ে উঠবেন না। তাঁর উন্নয়নমূলক অবদানের ছিঁটেফুটা সুনামগঞ্জ সদরও কামনা করে। আশা করি এই সত্যটি তিনি ভুলে থাকবেন না। আমরা এও মনে করি যে, তাঁর উন্নয়নমূলক অবদানের কল্যাণ স্পর্শে সমগ্র সুনামগঞ্জ ধন্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com