1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মেয়াদ শেষ, তবুও নির্মাণ হয়নি দুই সেতু

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

নির্মল চন্দ্র সরকার ::
মধ্যনগর উপজেলার উব্দাখালী ও সোমেশ্বরী নদীর ওপর দুটি সেতুর নির্মাণকাজ স¤পন্ন করার মেয়াদ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও এখনো সেতু দুটির নির্মাণকাজ শেষ হয়নি। এ অবস্থায় এখানকার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষজনকে দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) ধর্মপাশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সংলগ্ন উব্দাখালী নদীর ওপর ৩১০ মিটার ও উপজেলার কায়েতকান্দা গ্রামের সামনে থাকা সোমেশ্বরী নদীর ওপর ৩২০মিটার সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মাধ্যমে এই দুটি কাজ পায় তমা কনস্ট্রাকশন এন্ড কো¤পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ কাজের বরাদ্দ ধরা হয় ৪৭ কোটি ৮২লাখ ১৪হাজার ৮০০ টাকা। অপরদিকে উব্দাখালী নদীতে সেতুর জন্য বরাদ্দ ধরা হয় ৪১ কোটি ৭৫লাখ ৯০হাজার ২২১টাকা। ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয় ২০১৮ সালের ৩ ডিসেম্বর। ওই বছরের ১৭ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২০২১ সালের ৮ জুনের মধ্যে এই দুটি সেতু নির্মাণকাজ স¤পন্ন করার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও সেতু দুটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার সদর বাজার থেকে মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা গ্রামের সামনের সড়ক পর্যন্ত সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাকসহ দৈনিক গড়ে চার শতাধিক যানবাহন চলাচল করে। আর মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে মহিষখলা বাজারের সামনের সড়ক পর্যন্ত দৈনিক শতাধিক মোটরসাইকেল চলাচল করে।
মধ্যনগর উপজেলার চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী বলেন, সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণকাজটি মেয়াদ শেষ হলেও এখনো সেতু নির্মাণ শেষ হয়নি। নির্মাণকাজটি প্রায় ছয়মাস ধরে বন্ধ রয়েছে। সেতু নির্মাণকাজ শেষ না হওয়ায় এখানকার মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের বাসিন্দা ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিথী রানী সরকার বলেন, মধ্যনগর উপজেলার উব্দাখালী নদীটির ওপর সেতু নির্মাণকাজটি সময়মতো শেষ হয়নি। এ অবস্থায় উব্দাখালী নদী পার হয়ে স্কুলে যেতে গিয়ে আমাকে সকাল সকাল বাড়ি থেকে বের হতে হয়। সেতুর কাজটি শেষ না হওয়ায শুধু আমি নই আমার মতো অনেককেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর খসরু বলেন, এই দুটি সেতুর নির্মাণ কাজ যথাসময়ে স¤পন্ন না হওয়ায় এই উপজেলাবাসীকে দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি।
ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি মাজহারুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে এই দুটি সেতুর নির্মাণকাজ স¤পন্ন করার সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, উব্দাখালী নদীর ওপর সেতু নির্মাণকাজটি প্রায় শেষ পর্যায়ে রযেছে। সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণকাজটি শুরু করা হয়েছে। দ্রুত দুটি সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com