স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সিভিল সার্জন আহম্মেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডলুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের বিষয়ে আলোকপাত করেন। এই দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা, গান প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।