তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের অন্যতম ব্যবসাকেন্দ্র বাদাঘাট বাজার জামে মসজিদের নির্মাণকাজের জন্য নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
গতকাল রবিবার বিকেলে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সভাপতি ও বাদাঘাট ইউপি চেয়ারম্যানের হাতে দুই ইউনিয়নের শিক্ষকদের পক্ষে অনুদানের টাকা তুলে দেন- বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, গাঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক, রজনীলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন আজাদ, মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক প্রমুখ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানিয়েছেন, এ মসজিদটি উপজেলার সবচেয়ে প্রাচীন মসজিদ। মসজিদটিতে প্রতি ওয়াক্তে এক হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকেন। এতে করে মসজিদটির স্থান সংকুলান হয় না। তাই মসজিদটি পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হয়। মসজিদটি পুনঃনির্মাণে ৬ কোটি টাকার বেশি ব্যয় হবে। বাজারের ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষজন মসজিদটি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন।