1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ইসলামগঞ্জ কলেজ নিয়ে ষড়যন্ত্র !

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উচ্চ বিদ্যাপীঠ ইসলামগঞ্জ কলেজের সুনাম ক্ষুণœ করতে একদল ষড়যন্ত্রকারী তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, শিক্ষার মানোন্নয়নে, শিক্ষক-কর্মচারী নিয়োগে, শিক্ষক পদোন্নতি কার্যক্রমে বেআইনিভাবে হস্তক্ষেপ করে চলেছে এই চক্রটি। তারা এই কলেজের উন্নয়ন ও সুনাম ক্ষুণœ করার অপকর্মে লিপ্ত আছে। সম্প্রতি কলেজের নিয়োগ কার্যক্রম নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে ষড়যন্ত্রকারীরা।
দীর্ঘ ৩০ বছর আগে প্রতিষ্ঠিত এই কলেজে শিক্ষায় আলোকিত মানুষ গড়ার কাজের অগ্রগতি হচ্ছে এবং অবকাঠামোগত উন্নয়ন যখন ব্যাপক হারে এগিয়ে চলছে, তখন তারা সুকৌশলে ষড়যন্ত্রের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঝামেলা এড়িয়ে বর্তমানে ৩টি একাডেমিক ভবনের মধ্যে ১টি নির্মাণাধীন, হোস্টেল ২টি নির্মাণাধীন আছে। সকল ভবন নির্মাণ হলে এটি হাওরপাড়ের একটি দৃষ্টিনন্দন কলেজে রূপান্তর হবে। বর্তমানে কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭ শতাধিক।
হাওর-বাওর অধ্যুষিত এলাকা গৌরারং ইউনিয়নে ১৯৯৫ সালে স্থানীয় বাসিন্দা, কলেজের স্বপ্নদ্রষ্টা ও বর্তমান গভর্নিং বডির সভাপতি শাহ মো. ফয়জুন্নুর আলী অন্যান্য শিক্ষানুরাগীদের সহযোগিতায় ২ একর ২৭ শতাংশ জায়গা নিয়ে এই ইসলামগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন।
কলেজ কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে একমাত্র মানবিক শাখায় ২ জন শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী নিয়ে ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। এই সময় কলেজের প্রথম সভাপতি ছিলেন মো. নূরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মো. আব্দুল হামিদ। কিছুদিন পাঠদানের পর নানা চক্রান্তের কারণে এবং শিক্ষকের অভাবে ১৯৯৮ সালে কলেজের শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
২০০১ সালে আবারো শাহ মো. ফয়জুন্নুর আলীর উদ্যোগে শিক্ষানুরাগী হাজী মো. মুক্তার আলী, মো. ইনু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, মাওলানা মো. আরব আলী, ভূপতি রঞ্জন রায়, মো. নূরুল হক, মো. আব্দুল মজিদ, মো. আব্দুর রশিদ, বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, মো. আবুল কাশেম জাকির, স্মৃতিরতœ দাস, পিযুষ কান্তি দাস (চিনু), মো. হাসমত উল্লা ও মো. ফজলুল হক চৌধুরীসহ এলাকার অন্যান্যদের সহযোগিতায় কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমানকে দায়িত্ব দিয়ে পুনরায় কলেজে পাঠদান চালু করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান একাডেমিক কার্যক্রম সচল করেন। যার ফলে ২০০৩ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তৎকালীন গভর্নিং বডির সভাপতি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আছপিয়া। তার প্রচেষ্টায় ২০০৪ সালের মে মাসে কলেজটি এমপিওভুক্ত হয়।
২০০৯ সালে কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মতিউর রহমান। তিনি ২০১০ সালে অধ্যক্ষ আলী আহমদসহ কয়েকজন শিক্ষক নিয়োগ দেন। গভর্নিং বডি ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় একাডেমিক কার্যক্রম আরো গতিশীল হয়। যার ফলে ধীরে ধীরে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।
২০১২ সালে কলেজে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয়। ওই বছর প্রথম এইচএসসি পরীক্ষায় কলেজের ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ২০১৪ সালে কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুল রহমান মিসবাহ। এ সময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ¯œাতক (পাস) বিএ/বিএসএস কোর্স চালু করেন। ২০১৮ সালে কলেজের শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (উজির মিয়া)’র নামে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০২০ সালে অধ্যক্ষ আলী আহমদ অবসরগ্রহণ করলে আবারো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজিনুর রহমান। কলেজের কাজে ঢাকা যাওয়ার পথে ২০২২ সালের ৩ অক্টোবর সিলেটে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর ২০২২ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. জামাল হোসেন। তিনি দায়িত্ব নিয়েই ভর্তি ও ফরমপূরণ কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইনে চালু করেন।
কলেজের উন্নয়নে ২০২১ সালে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে হাওর প্রকল্পের আওতায় ইসলামগঞ্জ কলেজে ৫ তলা একটি একাডেমিক ভবন, ১০০ শয্যার ৫ তলা একটি ছাত্রাবাস এবং ১০০ শয্যার ৫তলা একটি ছাত্রীনিবাস নির্মাণের বরাদ্দ দেন। গত ২৩ জুলাই ২০২৩ খ্রি. তিনি ৩টি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যা বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে।
এছাড়াও গৌরারং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলীর উদ্যোগে একটি শহীদ মিনার নির্মাণাধীন রয়েছে। এই কলেজ এলাকার নারী শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কলেজ শিক্ষার্থী আব্দুর রশীদ পাপ্পু বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন স্যার ও অন্যান্য স্যারের অক্লান্ত পরিশ্রমে আমাদের কলেজের শিক্ষার মান খুবই ভাল হয়েছে। শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।
অভিভাবক হারুন মিয়া বলেন, আমাদের এই কলেজের উন্নয়নে এখন আলোর মুখ দেখছে। কিন্তু কলেজের জন্মলগ্ন থেকে নানা ষড়যন্ত্র চলছে। তবুও শিক্ষায় এগিয়ে চলছে।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী তাজ মামুদ বলেন, কলেজের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সম্প্রতি কলেজের একটি নিয়োগের বিষয়ে ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করে কতিপয় ব্যক্তি। এই মানববন্ধনে আমাকে সভাপতি দেখানো হয়েছে। অথচ আমি এলাকায়ই ছিলাম না।
গভর্নিং বডির সদস্য আব্বাছ উদ্দিন পাবেল বলেন, কলেজের নিয়োগের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর ষড়যন্ত্রমূলক মানববন্ধনে বক্তা হিসেবে আমার নাম দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমি ঐদিন ওসমানী হাসপাতালে ছিলাম। মূলকথা বর্তমান গভর্নিং বডির সময়ে কলেজের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষার মান ও হার বৃদ্ধি পাচ্ছে, যা ষড়যন্ত্রকারীদের সহ্য হচ্ছে না।
ইসলামগঞ্জ কলেজ গভর্নিংবডির সভাপতি শাহ মো. ফয়জুন্নুর আলী বলেন, কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আন্তরিক প্রচেষ্টায় কলেজটিকে পূর্ণরূপ দিতে বিজ্ঞান শাখা খোলা প্রক্রিয়াধীন। আশা করছি, আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি করা যাবে।
ইসলামগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেন বলেন, আমি সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। বিগত ৪ অক্টোবর ২০২২ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। আমি আন্তরিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করছি।
গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, ২০০১ সাল থেকে কলেজের শিক্ষার হার ও গুণগত মান ভালোর দিকে এগুচ্ছে। তবে এই কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র চালিয়ে আসছে। এটা থাকবেই। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com