শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম বাবলু তালুকদার (৩৫)। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শান্তিগঞ্জ বাজারের মায়ের দোয়া রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শান্তিগঞ্জ থানার এসআই আফতাবউজ্জামান বলেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে বাবলু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।