জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রণজিত কান্তি দাস (৭৩) নেই। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের উপস্থিতিতে নিজ বাড়িতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।