1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতেই হবে : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

হোসাইন আহমদ ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, তফসিল ঘোষণা হয়েছে নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল অন্য পথে ক্ষমতায় আসতে চায়। অন্যদেশের মানুষকে এনে বিচার করতে চায়। এই বিচার আমরা মানিনা। আমাদের আইন কানুন আমরা মানি। আমেরিকা-ব্রিটেন আমাদের বন্ধু, মালিক নয়। আমাদের মালিক আল্লাহ। তারা আসবে, বসবে, চা খাবে, চলে যাবে। ভালো কথা বললে আমরা শুনব। কিন্তু আমাদের ঘরের বিষয়, ভোটের বিষয়, কোর্ট-কাচারির বিষয় আমরা নিজেরাই সমাধান করব।
বৃহ¯পতিবার (১৬ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা হাওরের মানুষ আমরা শান্তি চাই। আমরা জ্বালাও পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রিজ স্কুল-কলেজ, বাজার হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উন্নয়ন চাইলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতেই হবে।
বিএনপির তফসিল প্রত্যাখ্যান স¤পর্কে মন্ত্রী বলেন, উনারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। উনারা শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করেনা। চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে এটাতো বিষয় নয়। আমরা আমাদের আইন মানব, নির্বাচনের বিষয়টা পরিষ্কার আমাদের আইনে আছে সে অনুযায়ী চলবে। চিঠিতো আসতে পারে কেউ না করবে না। চিঠি আসবে চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিব। আমার দলের কর্তৃপক্ষ আছে তারা দিবে।
অপরদিকে সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহ-সভাপতি, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, নূরুল হক, মাহমুদুল হাসান লালনসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
এর আগে সকালে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com