স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগের কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বলেছেন. হিন্দু মুসলমানসহ অন্যান্য ধর্মের সবার দেশ আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় সবাই মিলেই দেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালিদের দৃঢ় অবস্থান। সরকার প্রচুর উন্নয়ন কর্মকা- করছে। তারপরও কিছু লোক নানা গুজব রটাচ্ছে। গুজব রটানোকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব রটিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে। এসব বিষয়ে সরকারের কর্মকর্তাদের সহযোগিতা করলে আমাদের জন্য অনেক সহজ হয়। দেশ এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে আগামীতেও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যাদের ধর্মীয় জ্ঞান আছে তারা সাম্প্রদায়িক নন। এ জন্য প্রচুর পড়াশোনার দরকার।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের ২০ হাজার পদ শূন্য আছে। এসব পদের জন্য যোগ্য লোক পাওয়া যায় না।
বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক. জঙ্গিবাদ. সাম্প্রদায়িক সম্প্রীতিসহ বিভিন্ন বিষয়ে জেলার নানা শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিভিল সার্জন ডা. আহাম্মদ হোসেন, প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সদর ইউএনও সালমা পারভীন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, যোগেশ্বর দাস, অ্যাডভোকেট আলী আমজাদ, নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, মাওলানা আলী নুর প্রমুখ।