স্টাফ রিপোর্টার ::
সারাদেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভা চত্বর থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন।
জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক অ্যাড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোকসেদ আলী, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, দুলাল মিয়া, সলুকাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, কাঠইর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম, রঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এই হামলা প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে চোরাগুপ্তা হামলা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সংবিধানের বাইরে মাথা নত করবেন না। নির্বাচন হবে সংবিধানসম্মত। তারা আরও বলেন, বিএনপি-জামাত জ্বালাও-পোড়াও হামলা করে জনগণকে ভয় দেখাতে চায়। যদি আরেকবার হামলা করে তবে জনগণও এর জবাব দিবে।
শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. চাঁন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অ্যাড. খোরশেদ আলম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. আনোয়ার হোসেনসহ জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা লীগ, জেলা যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।