স্টাফ রিপোর্টার ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সুনামগঞ্জ জেলাজুড়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে দু’দফা আনন্দ মিছিল করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, উপ-প্রচার সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়া অপর আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল করিম, সদর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, শ্রম সম্পাদক ফজলুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. কল্লোল তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মাহমুদুল হাসান টিপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. রনক আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার আর সেই উন্নয়নের অগ্রযাত্রায় যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। তাই আমরা তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল বের করেছি এবং আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আবারও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করব।
অপরদিকে জেলার বিভিন্ন উপজেলা দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।