আশিস রহমান ::
যত্রতত্র বাজারের বর্জ্য ও ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। আবর্জনার স্তূপ পচে প্রতিনিয়ত চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। দূষিত হচ্ছে পরিবেশ।
দোয়ারাবাজার উপজেলার হকনগর বাজারের বিভিন্ন গলির আশপাশ এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পচাগলা আবর্জনার উৎকট দুর্গন্ধের কারণে অতিষ্ঠ বাজারে আসা ক্রেতা, বিক্রেতা থেকে শুরু করে সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে আসতে হয়। কিন্তু ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে বাজারে এসে নাক চেপে রাখতে হয়। ময়লার দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া যায়না।
হকনগর বাজার ব্যবসায়ীরা জানান, এই বাজারে কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই। ফলে যে যার মতো যত্রতত্র ময়লা আবর্জনা ও বাজারের বর্জ্য ফেলে যাচ্ছে অলিগলিতে। এগুলো পচে বাতাসে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে। এছাড়াও বাজারে কোনো ভালো পাবলিক টয়লেট নেই। যত্রতত্র প্র¯্রাবের দুর্গন্ধ ছড়ায়। এভাবে চলতে থাকলে শুধু বাজারের পরিবেশ দূষণই হবেনা, বাজার থেকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। এতে করে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
চৌধুরী পাড়ার বাসিন্দা আব্দুল মোতালিব ভূইয়া বলেন, হকনগর বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এখানে একটি পাবলিক টয়লেট ও ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য একটি ডাস্টবিন স্থাপন জরুরি। এ ব্যাপারে হকনগর বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউএনও মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, বাজারের ব্যবসায়ী সমিতি আছে। বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের।
হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল হক জানান, খুব শীঘ্রই হকনগর বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।