স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর এলাকার ভাঙা সড়ক মেরামত ও নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে এই সকল সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরের ওয়েজখালির পিরিজপুরে ১ কোটি টাকা ব্যয়ে পৌনে ১ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু হয়েছে। সেই সাথে পৌরসভার নিজস্ব তহবিলের আওতায় ১০ লক্ষ টাকা ব্যয়ে শহরের যত বিটুমিনের সড়ক রয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। এছাড়াও বিলপাড় ও পশ্চিম নতুনপাড়ায় ড্রেনের পাশে নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে।
এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমরা শুকনো মৌসুমের মধ্যে ভাঙা সড়ক মেরামত ও নতুন সড়ক নির্মাণ করবো। যাতে আগামী বর্ষা মৌসুমে মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়। আমি সব সময় চেষ্টা করি পৌরবাসীকে সেবা দেয়ার জন্য।