1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

আগামীকাল জেলার অর্ধশত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

শহীদনূর আহমেদ ::
আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়িত অর্ধশত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকালে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীন বাস্তবায়িত ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও দিরাই পৌর এলাকায় নির্মিত একটি সেতু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন বাস্তবায়িত সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের ৫ম তলা একাডেমিক ভবন ও ৪তলা বিশিষ্ট ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের একাডেমি ভবনসহ আরোও ৭টি উচ্চ বিদ্যালয়ের ভবনও রয়েছে। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের অধীন বাস্তবায়িত ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ১০তলা বিশিষ্ট সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ তলাবিশিষ্ট সমাজসেবা ভবন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ভবনও রয়েছে। জেলায় একসাথে এতো প্রকল্প উদ্বোধনের বিষয়টিকে উন্নয়নের ইতিবাচক দিক বলে মনে করছেন সুনামগঞ্জবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ১৪ নভেম্বর এলজিইডির বাস্তবায়নাধীন ৩৭টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে। যার মাধ্যমে প্রাথমিক শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একাডেমিক ভবনগুলোতে আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে। যা শিক্ষার্থীদের পাঠকার্যক্রম সহায়ক হবে।
গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মঙ্গলবার আমাদের বৃহৎ তিনটি প্রকল্প উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে আদালত ভবন, সমাজসেবা ভবন ও হাসপাতালে আইসোলেশন ভবন রয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে। এটি এখন পর্যন্ত জেলা শহরের সবচেয়ে উঁচু ভবন। যা নিঃসন্দেহে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য একটি দৃষ্টিনন্দন স্থাপনা। ভবনটি উদ্বোধনের মাধ্যমে বিচার বিভাগের কার্যক্রম শুরু করতে পারবেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আগামী ১৪ নভেম্বর দেশের অন্যান্য প্রকল্পের সাথে আমাদের সুনামগঞ্জ জেলার অর্ধশত গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে তাঁর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com