1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

যারা বাস ভাঙে তারা সংসদে গেলে খবর আছে : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

হোসাইন আহমদ ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন যথাসময়েই সম্পন্ন হবে। নির্বাচন নিয়ে বিদেশের কোন চাপ নেই। আসন্ন নির্বাচন নিয়ে সরকার পুরোদমেই কাজ চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনাও চাপ মুক্ত আছেন। তাকে কখনও চিন্তাগ্রস্ত দেখি নাই। তিনি উৎফুল্ল। আমিও শহর থেকে গ্রামে প্রত্যেক সপ্তাহে আসছি। চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোন কারণ নেই, সময়মতোই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।
শুক্রবার (১০নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আইন আছে, আইন মানলেই সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানলে হবে না। সকল রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। তারা যদি আইন মানে তাহলে তো সমস্যা নাই। একটি গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিয়েছে। তারা মানুষের জানমালের ক্ষতি করছে। যারা বাস, ট্রাক ভাঙার নেতৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে, সংসদে গেলে আরও খবর আছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্ত্রী এমএ মান্নান বলেন, অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে এটা ঠিক। দেশে এমনও মানুষ আছেন। যারা ব্যাংককে বাজার খরচ করেন, লন্ডনে গিয়ে খাবার খান। তবে এটা বলতে কষ্ট লাগে নি¤œ আয়ের মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য সরকার কাজ করছে। তাদের
জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া কমদামে চাল বিক্রি করা হচ্ছে। ১ কোটি কার্ড সারাদেশে সরকার নির্ধারণ করে দিয়েছে। আর এক কোটি কার্ডের পরিবারের ৪ কোটি মানুষ সুফল পাচ্ছে। আশা করছি অগ্রহায়ণ মাসের পরেই নতুন ফসল বাজারে এলে বাজারে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, সার্কেল এসপি শুভাশিস ধর, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক প্রমুখ।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কীম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে মন্ত্রী এমএ মান্নান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জেও উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা বিভাগে উন্নয়ন হয়েছে। শিক্ষাকে উচ্চ অগ্রাধিকার দিয়েছি। আমরা একটি শিক্ষিত জাতি চাই। তাই স্কুল কলেজ, মেডিকেলসহ সর্বস্তরে নতুন নতুন সুউচ্চ দালান নির্মাণ করেছি।
মন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে ব্যাপক উন্নয়ন করেছি। আমি আপনাদের সন্তান। আগামী দ্বাদশ নির্বাচন আসন্ন। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের কাছে আসবো। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী দিনেও আপনাদের জন্য কাজ করবো।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র শাহাদাত মান্নান অভি, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, ডুংরিয়া হাইস্কুলের শিক্ষার্থী সাইফুদ্দিন খান নিয়াজ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মারুফা আক্তার ও গীতাপাঠ করেন স্বর্ণালী দাস। পরিশেষে শান্তিগঞ্জ উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের প্রতি বিদ্যালয়ে ১৫ জন করে শিক্ষার্থীদের মাঝে ৫০০০/-টাকা করে অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com