মধ্যনগর প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিশারী এডুকেশন ট্রাস্ট পঞ্চমবারের মতো এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এতে ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২৫০জন শিক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন দিশারী এডুকেশন ট্রাস্টের পরিচালক পরেশ চন্দ্র দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সচিব অনুজ কান্তি সরকার ও সমন্বয়ক ছিলেন পলাশ তালুকদার। আগামী ১৫ ডিসেম্বর মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, মুক্তিযুদ্ধবিষয়ক বই ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।