স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে বিদেশি মদসহ কবির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেরামছাইয়ারগাঁও গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৫ বোতল বিদেশি মদসহ কবির হোসেনকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার দুপুর দেড়টার দিকে দোয়ারাবাজার থানার রামছাইরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদক কারবারের সাথে জড়িত কবির হোসেন (৫৫)কে আটক করা হয়। আটককৃত কবির হোসেনের কাছে থাকা ৭৫ বোতল অফিসার্স চয়েস নামক মদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।