স্টাফ রিপোর্টার ::
কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় সাপ্তাহিক নাটক ‘সুন্দরী বিয়াইন’ একুশে টেলিভিশন প্রচার করবে আজ ১১ নভেম্বর শনিবার রাত ১০টায়। নির্বাহী প্রয়োজক আয়েশা সিদ্দিকা শান্তা, গ্ল্যামার আই-এর প্রযোজনায় নাটকে টেলিভিশনের নিয়মিত অভিনয়শিল্পী প্রীতি জান্নাত, প্রিন্স সুমন, সুবর্ণা ইয়াছমিন, মাসুদ রানা মিঠু, শেখ স্বপ্না, সাহেদ প্রমুখদের সাথে নায়কের চরিত্রে অভিনয় করেছে সুনামগঞ্জের অনিক মুন্না। উল্লেখ্য, একুশের টেলিভিশনে আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় এটি দ্বিতীয় নাটক।