মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য পদে নির্বাচিত সদস্য মো. নজরুল ইসলাম। বৃহ¯পতিবার দুপুর ১২টার দিকে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৪ নভেম্বর মহিষখলা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্যের পাঁচটি পদের বিপরীতে নয়জন প্রার্থী অংশ নেয়। মোট ভোটার সংখ্যা ছিল ৫৮৩ জন। এর মধ্যে ৪৮৫জন ভোটার ভোটদানে অংশ নেয়। অভিভাবক সদস্য পদে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন জিয়াউর রহমান, আইয়ুব আলী, জামাল হোসেন ও মমতা বেগম।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।