1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জের তত্ত্বাবধানে পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ, সহায়ক শিক্ষা কর্মসূচির আওতায় খেলাধুলা, ছবি আঁকা, সাংস্কৃতিক কর্মকা-সহ কুচকাওয়াজ ও শরীরচর্চা বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সহায়ক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কাউট ড্রাম সেট ও পোর্টেবল সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে উপকরণগুলো তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, সুনামগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, আরডিএসএ, সুনামগঞ্জ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম, জলিলপুর মহল্লার পঞ্চায়েত প্রধান ফয়জুর রহমান। দাতা সদস্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তসকির আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড এর কাউন্সিলর গোলাম আহমদ ও প্রধান শিক্ষক সুলতানা নাসরিন।
স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউট প্রশিক্ষকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিকামন্ডলী, আরডিএসএ-এর স্বেচ্ছাসেবকবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ।
মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত সকল বিদ্যালয়ের মান উন্নয়ন করা হবে। ত্রৈমাসিক মূল্যায়ন করে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের চাহিদার ভিত্তিতে ধারাবাহিকভাবে টেকসই বিদ্যালয় গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com