জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন ও কম খরচে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা ও পরামর্শ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো. আইয়ূব খান। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। অন্যদের মধ্যে ইউপি সচিব আবদুল গফুরসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ সহ স্থানীয়রা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এছাড়া পৃথকভাবে পাইলগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত একই সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।