দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে সুরমা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি
এলাকার সুরমা নদীর চর থেকে ড্রেজার মেশিনসহ বালিবোঝাই বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী বাল্কহেডের মালিক ঢাকা নারায়ণগঞ্জের জিন্নাত আলীর পুত্র ছাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।