“বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ” স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার সকালে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহানা রব্বানী। যুব মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী, শিলা বসু, যুগ্ম সাধারণ স¤পাদক সেলিনা আবেদিন, সুরভী বখত, সাংগঠনিক স¤পাদক সৈয়দা ফারহানা ইমা, সাংগঠনিক স¤পাদক মাজেদা বেগম, সাংগঠনিক স¤পাদক সালমা বেগম, সদস্য তহুরা বেগম, জুবিলী বেগম, তাজরিন চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে গাড়ি ভাংচুর করছে। মানুষ হত্যা করছে। চোরাগুপ্তা হামলা করে দেশের মানুষের ক্ষতি করছে। তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা মহিলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজপথে নেমেছি। তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ “বিএনপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “শেখ হাসিনার সরকার, বারবার দরকার” স্লোগান দেন।