স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বেপরোয়া হয়ে উঠছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে জেলা শহরের বাইরে মদনপুর পয়েন্টে ঝটিকা হামলা চালিয়ে গাড়ি, সিএনজি ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে সিএনজি ভাঙচুর করা হয়েছে এগুলো বিএনপির অবরোধ মেনে মদনপুর পয়েন্টে পার্কিং করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ ঝটিকা মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এগুলো ভাঙচুর করে আবার চম্পট দেয়। এর কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শী মইনুর মিয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মদনপুর পয়েন্টে হরতাল ও অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। এসময় একটি বাস, কয়েকটি সিএনজি এবং একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী যুবক মুসলিম উদ্দিন বলেন, আমি মোটরসাইকেলে করে মদনপুর পয়েন্টে যাবার পরই দেখি বিএনপি নেতারা একটি ছোট মিছিল বের করেছেন। এসময় স্ট্যান্ডে পার্ক করে রাখা একটি বাস ও সিএনজি ভাঙচুর করে তারা। ভাঙচুর করা পরিবহনগুলো অবরোধ মেনেই পার্কিং করা ছিল। তিনি আরো বলেন, আমরার সাংবাদিক কোয়াই, ছবি তুলো তুলো বলে এক বিএনপি এক নেতা উপস্থিত ২-৩ জন সাংবাদিককে অনুরোধ জানান। তখন উৎসাহী সাংবাদিকরা তার ডাক শুনে দ্রুত ছবি তুলেন ও ভিডিও করতে থাকেন।
বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, বিএনপি’র নেতাকর্মীরা মদনপুর পয়েন্টে পিকেটিংকালে একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে আসছিল। তখন ইটপাটকেল হাতে বাসটির দিকে তেড়ে যান বিএনপি’র নেতাকর্মীরা। মুহুর্মুহু ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বাসটি লক্ষ্য করে। কয়েকজন বাঁশ, বেঞ্চ দিয়ে বাসটি ভাঙচুর করেন। হামলাকারী অনেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীরা পার্কিংয়ে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকসা ভাঙচুর করতে থাকেন। অপরদিকে, দূর থেকে মদনপুর পয়েন্টে এই হামলার ঘটনা প্রত্যক্ষ করে একটি মালবাহী পিকআপ ভ্যান ফিরতি পথে পালানোর চেষ্টা। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা মোটরসাইকেলে চেপে ধাওয়া করে পিকআপ ভ্যানটিকে আটকে দেন। তখন পিকআপ ভ্যান চালক ভাঙচুর না করার জন্য তাদের অনুরোধ জানান। তারপরও ইটপাটকেলের আঘাত থেকে পিকআপ ভ্যানটি রক্ষা পায়নি। একপর্যায়ে বিএনপির এক নেতা পিকআপ ভ্যানটির চাবি কেড়ে নেন। বিএনপি নেতাকর্মীদের এমন তা-ব দেখে মদনপুর পয়েন্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। ঝটিকা হামলার পরপরই বিএনপি’র নেতাকর্মীরা গা-ঢাকা দেন।
মদনপুর পয়েন্ট লেগুনা মালিক সমিতির ম্যানেজার কফিল উদ্দিন জানান, যে পরিবহন ভাঙচুর করা হয়েছে সেগুলো পয়েন্টে অবরোধ মেনে পার্কিং করা ছিল। তবে তখন আমি ঘটনাস্থলে ছিলাম না।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, প্রথম দফা অবরোধকালে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজীপাড়া, হাছননগর এলাকায় ঝটিকা হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এছাড়া পশ্চিম বাজার এলাকায় যানবাহন চালকদের প্রকাশ্যে হুমকি দেন ছাত্রদল নেতাকর্মীরা।